রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় বসার পরেই বদলে গেছে ছবিটা।সামান্য বর্ষাতেই আর ভগ্নপ্রাপ্ত সমুদ্র বাঁধ দিয়ে জল ঢুকে গ্রামের পর গ্রাম ভাসিয়ে নিয়ে যাওয়ার আতংক ভাবায় না এলাকাবাসীকে ।সেটাই এবারের পঞ্চায়েত নির্বাচনে অন্যতম ইস্যু
বলছেন ব্লকের তালগাছাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ প্রধান।এবারও তৃনমূলের টিকিটে প্রার্থী হয়েছেন বিশ্বজিৎ বাবু।
পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ ব্লকের তালগাছাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত। এলাকার চাঁদপুর সহ বিশাল সমুদ্র সংলগ্ন বাঁধ বিগত বাম সরকারের আমলে কোন সংস্কার হয়নি বলে অভিযোগ তৃনমূলের।পঞ্চায়েতের গ্রাম প্রধান বিশ্বজিৎ প্রধান জানিয়েছেন
সামান্য বর্ষা হলেই মানে ব্যাঙ পেচ্ছাবের মত জল পড়লেই বাঁধ উপছে নোনা জলে ভাসতো চাঁদপুর সহ পার্শ্ববর্তী এলাকা।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সংস্কার হয়েছে বাঁধ।হয়েছে মেরিন ড্রাইভ।এই বদলে যাওয়া দিঘাই এবারের পঞ্চায়েত নির্বাচনে
তাঁদের ইস্যু বলে দাবি করেছেন এই তৃনমূল প্রার্থী