পঞ্চায়েত ভোটের আগে আবারও উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের পটাশপুর। এবার নির্দল প্রার্থীর বাড়ির সামনে বোমা বিস্ফোরণের অভিযোগ।এলাকাবাসীর অভিযোগ বোমা বানানোর সময় এই বিস্ফোরণ ঘটেছে। ঘটনায় আহত ১। জখম অবস্থাতেই এলাকা ছেড়ে পালিয়ে যায় নির্দল প্রার্থীর সমর্থক।
স্থানীয়দের অভিযোগ, ভোট ঘিরে বার বার অশান্ত হচ্ছে এলাকা। বৃহস্পতিবারই পটাশপুরের পূর্ব পালপাড়া বুথে নির্দল প্রার্থী দাঁড়ানো নিয়ে অশান্তি শুরু হয়। বোমাবাজির অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই ঘটনায় দোষীদের গ্রেফতার না করা হলে ভোট বয়কটের
ডাক দেন এলাকাবাসী। ওই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পাশের বুথে আবারও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। দোষীদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা।এলাকাবাসীর অভিযোগ এই নির্দল প্রার্থীর সাথে তলে তলে বিরোধী দলের
সাথে যোগাযোগ আছে।এই ঘটনার জেরে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।
শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলায় পটাশপুর এক নম্বর ব্লকের পালপাড়ার পশ্চিম বস্তি এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়। স্থানীয়রা বাড়ি থেকে বেরিয়ে এসে দেখেন নির্দল প্রার্থীর বাড়ির সামনে ধোঁয়া ভর্তি। সেই বাড়ির সামনে থেকে নির্দল সমর্থক শেখ নজরুল ইসলামকে
ঝলসে যাওয়া দেহ নিয়ে পালাতে দেখেন তারা। স্থানীয়দের অভিযোগ পরে তারা বুঝতে পারেন নির্দল প্রার্থীর বাড়ির সামনে বোমা তৈরি করা হচ্ছিল। বোমা তৈরি করার সময় বিস্ফোরণ ঘটেছে। ঘটনার পর থেকে পলাতক নির্দল প্রার্থীও।