Select Language

[gtranslate]
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

।। খেজুরীতে তৈরী হল কিষান ফার্মার প্রোডিউসার কোম্পানী ।।

পূর্ব মেদিনীপুর জেলার কাজলা জনকল্যান সমিতির উদ্যোগে খেজুরি ১নম্বর ব্লকে খেজুরী কিষান ফার্মার প্রোডিউসার কোম্পানী লিমিটেড তৈরী হল শনিবার। এই প্রোডিউসার কোম্পানী লিমিটেড তাদের নিজেদের উদ্যোগে ও পরিচালনায় এবং সমিতির সহায়তায় তৈরী হল।
কিষান ফার্মার প্রোডিউসার কোম্পানীর মাধ্যমে খেজুরি ১নং ব্লকের হেঁড়িয়া, লাক্ষী ও টিকাশি গ্রাম পঞ্চায়েতের প্রায় ৫০ জন কৃষক কৃষানীদের হাতে দেশীয় বীজের প্রচার ও প্রসারের লক্ষ্যে দুধেশ্বর ধান এর বীজ তুলে দেওয়া হল।এদিন এদের ৫ কেজি করে বীজ বিতরণ করা হয়।

প্রকাশ থাকে যে, ধান বীজ দেওয়ার শর্ত হল ধান উঠলে কৃষক কৃষানীগণ ৫ কেজি করে বীজ ধান ফেরৎ দেবেন যা পরবর্তী সময়ে অন্য কৃষক কৃষানীদের সহায়তা দেওয়া হবে। এছাড়া কৃষক কৃষাণীগণ যে পরিমাণ ধান উৎপাদন করবেন কোম্পানী বর্তমান বাজার মূল্যে তা
ক্রয়ের মাধ্যমে চাল তৈরী করে বাজারজাত করবে।সমগ্র অনুষ্ঠান পরিচালনা সহ উপস্থিত কৃষক/ কৃষ্ণানীগণকে ধন্যবাদ জ্ঞাপন করেন কোম্পানীর চেয়ারম্যান মনোরঞ্জন খাটুয়া ও সি.ই.ও লীনা দে

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read