প্রচার শেষ হওয়ার পরে যদি শুভেন্দু অধিকারীরা এলাকায় বাইক বাহিনী,গুন্ডা বাহিনী পাঠায়।তবে মেরে ঠ্যাঙ ভেঙ্গে গাছে উলটো করে ঝোলানো থাকবে।পুলিশ এসে ওদের নিয়ে যাবে।পুরানো কায়দায় শুভেন্দু অধিকারী ভোট করতে চাইলে প্রতিরোধ
হবে।ওর বাইক বাহিনী বাইকে এলেও ফিরবে স্ট্রেচারে।শনিবার বিকালে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের বয়ালে দলীয় সভা থেকে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তথা এলাকার বিধায়ক শুভেন্দু অধিকারিকে হুশিয়ারী দিলেন শাসক দলের রাজ্য
সম্পাদক কুনাল ঘোষ।
কুনাল ঘোষ বলেন প্রচার শেষের পর কোন বাহিরের লোক এলাকায় থাকবেনা।শুভেন্দু অধিকারীরা প্ল্যান করেছে।তাই আগে থেকে বলছে বাহিরের লোক যেন এলাকায় না থাকে।আমরাও বলছি কোন বাহিরের লোকদের দিয়ে এলাকায় সন্ত্রাসের
চেষ্টা হলে তার ফল মারাত্মক হবে।ওরা আর বাইকে ফিরবে না,ফিরবে স্ট্রেচারে।অবাধ ও শান্তিপূর্ন ভোট হবে বলেও দাবি করেন কুনাল। সেই সাথে শুভেন্দু অধিকারীর সিপিএম-কংগ্রেসের সাথে তৃনমূলের সেটিং এর অভিযোগ প্রসঙ্গে বলেন বিজেপিতো
এই রাজ্যে দাঁড়িয়ে আছে কংগ্রেস – সিপিএমের ভোটের উপরে।ওরা কমেছে তাই বিজেপি বেড়েছে।আর সবাই যাবে বিজেপির দুই ভাই বিজেপি আর কংআই ।