পঞ্চায়েতে তাঁর পছন্দ মত প্রার্থীকে টিকিট দেয়নি দল।প্রতিবাদে নির্দল প্রার্থীর সমর্থনে প্রচারে নেমেছেন এনসার আলি খান।নির্বাচনের আর মাত্র চার দিন আগে এই সমর্থকেরে দাবি ভোটে বুথ দখল-ছাপ্পা দেওয়ার জন্যে দল তাঁকে ব্যাহহার করে।২০২২ সালে কাঁথি পৌরসভার
নির্বাচনেও তাঁকে ছাপ্পা দেওয়ার কাজে ব্যাবহার করেছে দল।অথচ তাঁর দাবি মত প্রার্থীকে টিকিট না দিয়ে বহিরাগত প্রার্থীকে টিকিট দেওয়া হয়েছে।নির্বাচনের মাত্র কয়েক দিন আগে এক তৃনমূল সমর্থকের এই দাবিকে লুফে নিয়েছে বিজেপি।দাবি তুলেছে অবিলম্বে তৃনমূলের
টিকিটে জয়ী তৃনমূলী কাউন্সিলারদের পদত্যাগের।
যদিও এনসার আলি খান নামের এই তৃনমূল সমর্থকের দাবি কতটা সত্যি তাই নিয়েই প্রশ্ন উঠছে।প্রশ্ন হচ্ছে কোন প্রলোভনে তিনি বা তাঁর গোষ্ঠী নির্বাচনে ছাপ্পা দেওয়ার মত অপরাধের সাথে জড়িত হলেন কেন ? তাঁর অভিযোগ যদি সত্যি হয় তবে নিজের কিংবা আর কয়েক জন
পরিচিত মানুষের স্বার্থ পুরনের জন্যে হাজার হাজার মানুষের ইচ্ছাকে কেন পেশী শক্তি ব্যাবহার করে দমিয়ে দিলেন সেই প্রশ্নও উঠছে।এনসার আলি খান নামের এই তৃনমূল সমর্থকের আরো দাবি তিনি এবার পঞ্চায়েতে ছাপ্পা দিতে অরাজী হওয়ায় তাঁকে পুলিশ দিয়ে হেনস্থা করা
হচ্ছে। এনসার আলি খানের এই অভিযোগ মারাত্মক বলছে বিরোধীরা।অবিলম্বে এই অভিযোগ খতিয়ে দেখে ব্যাবস্থা গ্রহনের দাবী তুলেছে বিরোধীরা