প্রদীপ কুমার সিংহ :- ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট এ সপ্তার মধ্যেই অনুষ্ঠিত হবে। এই পঞ্চায়েত ভোট উপলক্ষে বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনা জেলা ভাঙ্গর ক্যানিং গোসবা বাসন্তী প্রভৃতি এলাকায় স্পর্শকাতর বুথ হওয়ায় সেই সব জায়গায় কেন্দ্রীয় বাহিনী টিম পাঠানো হয়।
বারুইপুর এলাকায় কয়েক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসে। সেই কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বারুইপুর থানা অন্তর্গত বারুইপুর মাদারাট গ্রাম পঞ্চায়েত এলাকায় রোড মার্চ করলেন বারুইপুরের এস ডি পি ও অতীস বিশ্বাস।।
বারুইপুরে শুরু হলো কেন্দ্রীয় বাহিনীর টহলদারি ইতিমধ্যেই বারুইপুর পুলিশ জেলাতে নয় কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে । সোমবার বিকেলে বারুইপুর থানার অন্তর্গত মাদারাট ও সীতাকুণ্ড এলাকাতে চলছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারী।
উপস্থিত এসডিপিও বারুইপুর অতীশ বিশ্বাসের নেতৃত্বে এই টহলদারি চলছে। বারুইপুরের এসডিপিও আরতিস বিশ্বাসের সঙ্গে কথা বলে জানা যায় আসন্ন পঞ্চায়েত ভোট যাতে ভোটাররা ঠিকমতো দিতে পারে। নিজের ভোট নিজে দিতে পারে
এলাকায় যাতে কোন অপ্রিতিকর ঘটনা না ঘটে রাজনৈতিক হানাহানি না ঘটে, তার জন্যই কেন্দ্রীয় বাহিনীর টহল দেয়।