ইন্দ্রজিৎ আইচ :- শুরু থেকেই বারবার বাদ সাধছে অমরনাথ যাত্রা। কখনও বৃষ্টি, কখনও তুষারপাতের ফলে আটকে পড়ছেন তীর্থযাত্রীরা। আবহাওয়া একটু পরিষ্কার হতেই যাত্রা শুরু হয়েছে অমরনাথের উদ্দেশে। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে
পূণ্যার্থীরা অসুস্থ হয়ে পড়ছেন। তাঁদের সেবার ভার নিয়েছে ভারত সেবাশ্রম সংঘ। প্রতিবারের মতো এবারেও ভারত সেবাশ্রম সঙ্ঘের জম্মু শাখার উদ্যোগে অমরনাথের পথে চন্দনবাড়ীতে তৈরি হয়েছে ত্রান শিবির ও মেডিক্যাল ক্যাম্প।
যেখানে ইতিমধ্যেই কলকাতায় সঙ্ঘের প্রধান কার্যালয় থেকে সন্নাসী স্বেচ্ছাসেবক ও চিকিতসক দল অমরনাথে পৌঁছে সেবা কাজ শুরু করেছে।
ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, সঙ্ঘের জম্মু শাখার অধ্যক্ষ স্বামী সত্যমিত্রানন্দজী মহারাজ সহ অন্যান্য সন্নাসী ও সেচ্ছাসেবক তীর্থযাত্রীদের স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন বিনামূল্যে। যারা অমরনাথের
উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তাদেরও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হচ্ছে। প্রচন্ড ঠান্ডা থেকে বাঁচতে তীর্থযাত্রীদের দেওয়া হচ্ছে গরম চা। এছাড়া সাধু ও দুস্থ তীর্থযাত্রীদের শীতবস্ত্র ,ছাতা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে।