কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের কর্ম নিশ্চয়তা প্রকল্পে শ্রমিকের তালিকায় নাম আছে গ্রীন পুলিশে কর্মরত এক ব্যাক্তি,নাম আছে রাজ্যের শাসক দলের এক প্রার্থীর স্বামীও !রীতিমত পোস্তার লাগিয়ে শাসকের এই দুর্নীতির প্রচার চালাছে বিজেপি।ঘটনাটা পূর্ব
মেদিনীপুর জেলার হলদিয়া ব্লকের চকদ্বীপা অঞ্চলের ডালিম্বচক ২৩৮ নং বুথের।বিজেপির এই প্রচার কে ঘিরে কার্যত ঝড় উঠেছে হলদিয়ায়।যদিও রাজ্যের শাসক দল তৃনমূল দাবী করেছে এতা বিজেপির মিথ্যা প্রচার।ভোটের আগে এলাকার বাসিন্দাদের
বিভ্রান্ত করতে পরিকল্পিত ভাবে প্রচারে চালানো হচ্ছে
Author: ekhansangbad
Post Views: ৮৮