পঞ্চায়েত ভোট প্রচারের শেষ দিন ফের উত্তপ্ত হয়ে উঠলো পূর্ব মেদিনীপুর জেলার ময়না। ময়নার ইজ্মলিচক এলাকায় তৃনমূল ও বিজেপি কর্মীরা একে অপরের বিরুদ্ধে বোমা গুলি চলায় বলে অভিযোগ।
সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং বিশাল র্যাফ বাহিনী। পঞ্চয়েত ভোটের শেষ দিনে আবার উত্তপ্ত হয়ে ওঠায় ময়নার ইজমাল চক এলাকার বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়েছে।
জানা গেছে ময়নার ইজমালি চক এবং তিন মাথার মোড়ে বিজেপি এবং তৃণমূল দুই পক্ষের মধ্যে হঠাৎই সংঘর্ষ বাধে । দুটি রাজনৈতিক দলই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে
Author: ekhansangbad
Post Views: ৯৫