Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। উদ্বোধন হলো রোকা প্যারিওয়ার ডিসপ্লে স্টুডিওর নতুন শোরুম ।।

ইন্দ্রজিৎ আইচ :- দক্ষিণ কলকাতার মুদিয়ালী তে ৬০০০ হাজার স্কোয়ার ফুটের ঝা চকচকে রোকা প্যারিওয়ার ডিসপ্লে স্টুডিওর শুভ সূচনা হলো। এই নতুন শোরুমের উদ্বোধন করেন রোকা ব্যার্থরুম প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড সংস্থার ম্যানেজিং ডিরেক্টর কে ই রঙ্গনাথন।


তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেন কলকাতায় এটা প্রথম শোরুম। সারা ভারতে ১০০
শোরুম আছে।আমাদের এই টয়লেট ও ব্যার্থরুম এর প্রতিটা আইটেম খুব গুনমানের, ক্লাসিক আইটেম। দারুন সুন্দর দেখতে এমনকি বিভিন্ন দামের আছে ও গ্যারান্টি যুক্ত। বিভিন্ন ধরনের যেমন টয়লেট রয়েছে আবার বাচ্চাদের টয়লেট সিস্টেম আছে। ভারতে প্যারিওয়ার যেমন জনপ্রিয় তেমন রোকা স্পেন এ খুব বিখ্যাত। আমাদের সারা ভারতে এক লক্ষ্য প্লাম্বার আছে। আমরা ক্রেতাদের ২৪ ঘণ্টা ও ৩৬৫ দিন সার্ভিস দিয়ে থাকি। এর জন্য তাদের ট্রেনিং দেওয়া হয়। সবাই শিক্ষিত প্লাম্বার।

তিনি আরো জানালেন আমরা জানি এখন জল দূষণ হচ্ছে। পরিবেশ দূষণ হচ্ছে। তাই গ্রামেগঞ্জে ও বিভিন্ন স্কুলে ৫০০০ হাজার টয়লেট ও সারা ভারতে ২৫ টা পুকুর সারা ভারতে তৈরি করেছি।আমার ব্যাবসার লাভের ২ শতাংশ এই ব্যাপারে খরচ করছি দেশের ও দশের উন্নতির স্বার্থে।


আমাদের লক্ষ্য সারা ভারতে ৪০০ টি রোকা এবং প্যারিওয়ার
শোরুম করার। আমাদের লক্ষ্য একটাই ব্যার্থরুম বা টয়লেট ও স্যানিটারি আইটেম এর ক্ষেত্রে গুণমান ও মূল্য সঠিক রেখে পরিষেবা দেওয়া এবং এক দূষণ মুক্ত পরিবেশ তৈরি করা।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read