Select Language

[gtranslate]
১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। আজকের রাশিফল ।।

মেষ: কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস হারাবেন না। সিদ্ধান্ত নেবার সময় অহংকার আপনার রাস্তায় আস্তে দেবেন না। অধস্তনদের বক্তব্যও শুনুন। আজকে আপনার কাছে ফাঁকা সময় হবে আর এই সময়ের ব্যবহার আপনি ধ্যান যোগে করতে পারেন।


বৃষ: মানসিক অস্থিরতা নিয়ে কাজ করবেন না। আপনি আরাম করতে সমর্থ হবেন। স্ত্রীর সাথে আপনার বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। সৃষ্টিশীল ক্ষেত্রের ব্যক্তিদের আজ সাফল্যময় দিন।


মিথুন: কাজ অসম্পূর্ণ রাখবেন না। রয়্যালটি থেকে বেনিফিট পাবেন।কর্মস্থানে আপনি অত্যধিক ধকল নেওয়ায় পারিবারিক চাহিদা এবং প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হবে। স্ত্রী আজ আপনার জন্য খুব ব্যস্ত হতে পারে।


কর্কট: সহকর্মীকে কর্মক্ষেত্রে সাহায্য করুন। ঘরে উৎসবের বাতাবরণ আপনার উত্তেজনা কম করবে। আজ অজানা উত্স থেকে অর্থ অর্জন করতে পারেন যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে।


সিংহ: সৃষ্টিশীল কাজ শুরু করার কথা ভাবুন। যে কোনও পুরানো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসাবে। আপনার পরিবারেরসদস্যরা তুচ্ছ ব্যাপারকে বড় করে দেখাতে পারে।


কন্যা: স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না। আপনার উদার মানসিকতার সুযোগ বন্ধুদের নিতে দেবেন না। আজকেই আপনার দীর্ঘায়িত ঝগড়া মিটিয়ে নিন। নতুন যোগাযোগ এবং বন্ধু পাতাতে বাইরে বেরিয়ে পড়ুন।


তুলা: উচ্চশিক্ষায় ব্যয়ের কথা ভাবতে পারেন। পারিবারিক সমস্যার জন্য মানসিক স্থিতি হারালে কর্মক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। আধ্যাত্মিক স্থানে বেড়াতে যেতে পারেন।


বৃশ্চিক: মন খুলে কথা বলুন। নিজের খারাপ লাগা পরিষ্কার করে মন খুলে বলে দিলে অনেকটা হাল্কা লাগে। তাতে আশপাশের বিভিন্ন মানুষের সঙ্গে সমস্যা থাকলে সেটাও মিটে যেতে পারে।


ধনু: আধ্যাত্মিক স্থানে বেড়াতে যেতে পারেন। কর্মক্ষেত্রে সমস্যা হলে সহকর্মীর সঙ্গে আলোচনা করতে পারেন। স্ত্রীর থেকে কোনো কিছু লুকোবেন না। নিজের মতো করে কিছু ভেবে নিয়ে সিদ্ধান্ত নেবেন না, বিষয়টা জেনে নেবেন বিস্তারিত।


মকর: বিতর্ক এড়িয়ে চলুন। কিন্তু নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করুন। কোন পদক্ষেপ নেওয়ার আগে 
সত্যতা যাচাই করে নিন। প্রেম আপনার জন্য সৌভাগ্য নিয়ে আসতে পারে।


কুম্ভ: আইনি বিবাদ এড়িয়ে চলুন। নাহলে আর্থিক ক্ষতি হতে পারে। স্ত্রীর কাছ থেকে পাওয়া বার্তা অথবা একটি সুন্দর ‍যোগাযোগ আপনার মনোবল বাড়িয়ে তুলবে। কর্মক্ষেত্রে সফল হতে পারেন।


মীন: মনঃসংযোগ বাড়াতে প্রাণায়াম করুন। পুরোনো বন্ধুরা সহায়ক এবং সাহায্যপূর্ণ হবে। আর্থিক সঙ্গতির রাস্তা প্রশস্ত হবে। তাতে মানসিক স্থিতি ফিরে আসবে। এমন কোন কাজকর্মে নিযুক্ত হোন যা উৎসাহব্যঞ্জক।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read