Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। ব্যালট বাক্স পাহারা দিতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু নির্দলের দুই সমর্থক ।।

নিজেদের পছন্দের প্রার্থীর জয় নিশ্চিত করতে
ব্যালট বাক্স প্রহরা দিতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো নির্দল প্রার্থীর দুই সমর্থকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূমের পাইকর থানার কাশিমনগর গ্রামের কাছে। মৃতদের নাম সবুর সেখ ও রহমত সেখ।

জানা গেছে মুরারই বিধানসভার মিত্রপুর গ্রাম থেকে ভোট শেষে একটি গাড়ীতে করে ব্যালট বাক্স নিয়ে ভোট কর্মীরা আরসি সেন্টারের উদ্দ্যেশ্যে যাচ্ছিল। সেই গাড়ী প্রহরা দেওয়ার জন্য গাড়ীর পিছন পিছন মোটর সাইকেলে করে আসছিল সবুর সেখ ও রহমত সেখ। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি গাড়ী তাদের দুজনকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।

খবর পেয়ে পাইকর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে। তবে ঘাতক গাড়িটির হদিশ পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পাইকর থানার পুলিশ।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read