Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। হাসপাতলের সিঁড়িতে কিশোরীকে ধর্ষনঃধৃত অভিযুক্ত ছাত্র নেতা ।।

১৫ বছরের এক কিশোরীকে ধর্ষন করার অপরাধে এক ছাত্র নেতাকে গ্রেফতার করলো পুলিশ। হাসপাতালের সিঁড়িতে এই কিশোরীকে ধর্ষন করা হয় বলে অভিযোগ।

জানা গেছে, ওই কিশোরীর জন্মের কয়েক মাস পর তার বাবা মারা যান। তার মা ওই হাসপাতালে কাজ করতেন। মঙ্গলবার রাতে মেয়েটি তার মায়ের সঙ্গে অভিমান করে হাসপাতালে চলে যায়। অভিযুক্ত ছাত্রলীগের নেতা তখন তাঁর সঙ্গীদের নিয়ে
হাসপাতাল চত্বরে আড্ডা দিচ্ছিলেন। রাত সোয়া ১২টার দিকে জরুরি কথা আছে বলে কিশোরীকে হাসপাতালের দোতলার সিঁড়িতে নিয়ে ধর্ষণ করেন তিনি।
শেখ মোহাম্মদ শাকিল নামের এই ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তার করছে পুলিশ। শনিবার রাত সাড়ে তিনটার দিকে
গজারিয়া উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শাকিল মুন্সিগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক।ছাত্রলীগের ওই নেতাকে আসামি করে বৃহস্পতিবার রাতে কিশোরীর মা বাদী হয়ে মুন্সিগঞ্জ
সদর থানায় ধর্ষণের মামলা করেন। শাকিল বর্তমানে থানা হাজতে আছেন। আজ তাঁকে আদালতে তোলা হবে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read