শনিবার বোমাবাজীর জেরে বন্ধ হয়ে গিয়েছিলো ভোট গ্রহন।সোমবার কোচবিহারের এক নম্বর ব্লকের সেই পলিমার গ্রাম পঞ্চায়েতের ভোটেরহাটে ৩৮নম্বর বুথে চলছে ভোট ।
শনিবার এখানে ব্যাপক বোমাবাজী হয়। বোমার আঘাতে মৃত্যু হয় মাধব বিশ্বাস নামের এক ব্যাক্তির। এরপরেই এই বুথে ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।
এদিন ভোট দিতে আসা সাধারণ ভোটাররা জানান আজ যেভাবে নিরাপত্তা সাজানো হয়েছে এর আগের দিন যদি থাকতো তাহলে একজনের প্রাণ যেত না।
Author: ekhansangbad
Post Views: ৯৩