Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। জেলা শাসকের দপ্তরে অবস্থান-বিক্ষোভ বিজেপির ।।

বিজেপির প্রার্থী ও তাদের এজেন্টদের গননা কেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠলো রাজ্যের শাসক দল তৃনমূলের বিরুদ্ধে।উল্টে তাদের গণনা কেন্দ্রের আগেই মারধর করে জামা মেয়েদের শাড়ি ছিঁড়ে তাদের পাঠিয়ে দেওয়া হল বাড়ির দিকে। এই ঘটনায় ক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব এজেন্ট এবং সমর্থকেরা বসলো জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান-বিক্ষোভে।

গোটা রাজ্যের সঙ্গে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর, দাঁতন,পিংলা,মোহনপুর,গড়বেতার পাশাপাশি গণনার কেন্দ্র করা হয়েছে কেশপুরে। কিন্তু বিজেপির অভিযোগ গণনা কেন্দ্রে যাওয়ার আগেই তাদের এজেন্ট প্রার্থী এবং সমর্থকদের মারধর করে তৃণমূল বাহিনী। এদিন কেশপুর কলেজ গণনা কেন্দ্রের আগেই তাদের ধরে ফেলে তৃণমুলীরা এবং তাদেরকে বেধড়ক মারধর করা হয়। বিজেপির মহিলাদের শাড়ি ছিঁড়ে ফেলা হয় এবং কানের দুলও ছিঁড়ে নেয় বলে অভিযোগ।

এই ঘটনার পরেই ক্ষুব্ধ বিজেপি এজেন্ট,নেতৃত্বে তারা কেশপুর থেকে ছুটে আসেন মেদিনীপুর জেলাশাসক দপ্তরের সামনে।তারা জেলা শাসকের দপ্তরের সামনে নিচে অবস্থান-বিক্ষোভে বসে পড়ে।তাদের দাবি অবিলম্বে গণনা বন্ধ করতে হবে কেশপুরে।তারা এই ভোট কিছুতেই মানবে না।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read