পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে সিপিএমের বিজয় মিছিল ঘিরে উত্তেজনা ।মঙ্গলবার রাত্রে এলাকায় মুহুর্মুহ পড়ল বোমা। চলল গুলি। হামলা চালানো হয় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়। বোমার আঘাতে আহত মহিলা। এই ঘটনাটি ঘটেছে ভগবানপুর এক ব্লকের বেঁউদিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ভীমচক বুথে।
সিপিএম প্রার্থী সেক মনিরুল ইসলাম তাঁর নিকটতম প্রার্থী তৃণমূল কংগ্রেসের সেক ইনজামুল কে ২৪০ ভোটে পরাজিত করে। সেই আনন্দে এদিন সন্ধ্যায় গান্ধী রোডে বিজয় মিছিল বের করে সিপিএম। আর সেই মিছিল থেকে আবির উড়ে এসে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পড়ার অভিযোগ তোলে তৃণমূল। এই নিয়ে দু পক্ষের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। তৈরি হয় উত্তেজন। শেষ পর্যন্ত একের পর এক বোম পড়ে এগরা বাজকুল রাজ্য সড়কের গান্ধীরোড়ে। ঘটনায় সাবেরা বিবি নামের এক মহিলা আক্রান্ত হয়েছেন।
তার অভিযোগ , শুধু বোম পড়েনি। গুলিও চলেছে। ভগবানপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আহত মহিলাকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।