প্রায় ১৪০ বছরের পুরানো শিক্ষা প্রতিষ্ঠান কন্টাই মডেল ইন্সটিটিউশনের প্রাথমিক বিভাগের পড়ুয়াদের রক্তের গ্রুপ নির্নয় করলো কাঁথি লিও ক্লাব।
বৃহস্পতিবার কন্টাই মডেল ইন্সটিটিউশনের প্রাথমিক বিভাগের ২০০ ক্ষুদে পড়ুয়ার রক্তের শ্রেনী নির্নয় করে কাঁথি লায়ন্স ক্লাব পরিচালিত লিও ক্লাব।লিও ক্লাবের সভাপতি সৌম্যদীপ মান্না,ট্রেজারার সৌমেন কামিলা সহ অন্যান্য লিও সদস্যরা এই কর্মসূচীতে অংশ গ্রহন করেন
।
Author: ekhansangbad
Post Views: ৯১