কারখানার ভেতরে ঢুকে শ্রমিকদের মারধর করার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে।ঘটনাটিকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় ।
শিল্পাঞ্চলের একটি কারখানার শ্রমিক ইউনিয়নের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে কারখানার ভেতরে ঢুকে বেধড়ক মারধর করলো দুষ্কৃতীরা। বহিরাগত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ।এই ঘটনায় কারখানার শ্রমিকরা ভীত সন্ত্রস্ত। বহিরাগত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবীতে হলদিয়ার দুর্গাচক থানায় অভিযোগ দায়ের হয়েছে।
জানা গেছে ইন্দোরোমা কারখানায় বেতন সংক্রান্ত কিছু দাবি নিয়ে কারখানার ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক করেন শ্রমিক ইউনিয়নের সদস্যরা।
ইন্দোরোমা কারখানার তৃণমূলের শ্রমিক ইউনিয়নের সহ সম্পাদক শেখ আবু বক্কর এর দাবি, কারখানার বৈঠকের পরেই বহিরাগত গুন্ডারা এসে তাকে বেধড়ক মারধর করে। এই ঘটনার পর শ্রমিকরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। এই কারখানার গেটে মারধরের ঘটনায় সরাসরি আঙুল তুলেছে কংগ্রেসের শ্রমিক ইউনিয়নের সম্পাদক শেখ সাবীর আলীর উপর।
হামলাকারী দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন না করলে আন্দোলন তীব্র আকার নেবে বলেও হুশিয়ারী দিয়েছেন শ্রমিকেরা।