ত্রিশঙ্কু পঞ্চায়েত দখল নিলো শাসক দল তৃনমূল,সৌজন্যে সিপিএমের টিকিটে জয়ী প্রার্থী। এলাকার উন্নয়নের স্বার্থে নিজের অনুগামীদের নিয়ে যোগ দিলেন তৃনমুলে।
পশ্চিম মেদিনীপুরের বেশিরভাগ আসনে তৃণমূল জয় লাভ করলেও খড়্গপুরের কয়েকটি জায়গাতে বিরোধীরাও আসন পেয়েছে। খড়গপুর গ্রামীনের বড়কলা গ্রাম পঞ্চায়েতের ৩০ টি আসনের ১৪টি পেয়েছিল তৃণমূল, বিজেপি ১৩, নির্দল ২, সিপিআইএম ১ ।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে সিপিআইএমের প্রার্থী অনুগামীদের নিয়ে যোগ দিলেন তৃণমূলে। হলে সংখ্যাগরিষ্ঠ হয়ে বড়কলা গ্রাম পঞ্চায়েত দখলে নিলো তৃণমূল। তৃণমূলের দাবি-“এমন অনেক স্থান থেকেই বিরোধীরা ভিড় করছেন তৃণমূলে যোগদান করার জন্য।” পশ্চিম মেদিনীপুরের বড়কলা গ্রাম পঞ্চায়েত এলাকাতে একটা মাত্র গ্রাম পঞ্চায়েত প্রার্থী কম থাকায় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। নির্দলের প্রার্থীরা বিজেপির সঙ্গ দিয়ে যে কোন মুহূর্তে গ্রাম পঞ্চায়েতের একচ্ছত্র অধিপত্য নিতে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছিল।
সেই আশঙ্কাকে উড়িয়ে সিপিআইএমের গ্রাম পঞ্চায়েতের জয়ী প্রার্থী আফরোজা বেগম বৃহস্পতিবার রাতে মেদিনীপুরে এসে তৃণমূলে যোগদান করেন। তার হাতে পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা।
সুজয়ের দাবী “আরো অনেকেই আছে বিরোধীরা ওই পঞ্চায়েতে যারা আমাদের সঙ্গে শামিল হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তবে নির্দলের কাউকেই নেওয়া হবে না।” আফরোজা বেগম বলেন-” সিপিএমের হয়ে আমি এলাকায় উন্নয়ন করতে পারতাম না। উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগদান করলাম দেড়শো অনুগামীদের নিয়ে।”