নদিয়ার নবদ্বীপ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাচীন মায়াপুর সংলগ্ন নতুন পাড়া এলাকায় রবিবার গভীর রাতে বরুণ চক্রবর্তী নামে এক যুবকের উপরে হামলার ঘটনা ঘটে। অভিযোগ গভীর রাতে বরুন চক্রবর্তী যখন নিজের ঘরে ঘুমোচ্ছিলেন, সেই সময় সৌমেন দাস নামের তাঁর এক প্রতিবেশী যুবক হঠাৎ করে ঘরে ঢুকে ঘুমন্ত এই যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে।
আক্রান্ত বরুণ বাবুর আর্তনাদ শুনে ছুটে এসে কোনমতে মার মুখি ওই যুবকের হাত থেকে তাঁকে রক্ষা করেন আক্রান্ত বরুণ চক্রবর্তীর পরিবারের লোকজন। এরপর তাদের চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন আশেপাশের স্থানীয় লোকজন। এবং অভিযুক্ত ওই যুবককে হাতেনাতে ধরে তাঁকে বেঁধে রাখেন এলাকাবাসীরা। রক্তাক্ত অবস্থায় আক্রান্ত বরুণ চক্রবর্তীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। পাশাপাশি হাসপাতালে ভর্তি করা হয় অভিযুক্ত যুবক সৌমেনকেও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ।
কি কারনে হামলা খতিয়ে দেখছে পুলিশ