রবিবার কলকাতা থেকে ভাঙড়ের উদ্দেশ্যে বেরিয়েছিল বিধায়ক নওশাদ সিদ্দিকী।তবে তার কনভয় ভাঙড়ে ঢোকার ঠিক আগে হাতিশালার কাছে পুলিশ ব্যারিকেট করে কনভয় আটকালো।
বেশ কিছুক্ষণ গাড়িতেই বসেছিল ভাঙড়ে বিধায়ক নওশাদ সিদ্দিকী। এরপর গাড়ি থেকে নেমে কর্তব্যরত পুলিশ কর্মীদের গিয়ে জিজ্ঞাসা করে কেন তাকে আটকানো হচ্ছে। নিজের বিধানসভা এলাকায় কেন যেতে পারবে না তিনি।যদিও কোন উত্তর পাননি তিনি
নওশাদ সিদ্দিকী বলেন ,গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে ।অন্য গাড়ি মানুষ সব ভাঙড়ে যাচ্ছে শুধুমাত্র নওশাদ সিদ্দিকী ভাঙড়ে গেলে যত গন্ডগোল। নওশাদ সিদ্দিকী কে দেখে যদি পুলিশ প্রশাসন ভয় পাই তাহলে আমাকে মিথ্যা কেস দিয়ে গ্রেফতার করুক।
Author: ekhansangbad
Post Views: ১১৮