রাজ্যের শাসক দল তৃনমূলের কোন চিহ্ন আর থাকবেনা পাঁচরোলে থাকবেনা বলে দাবি করলেন বিজেপি নেতারা। বিজেপির দাবি কংগ্রেস ও নির্দলের সাথে জোট করে পাঁচরোল পঞ্চায়েতে রাজ্যের শাসক তৃনমূলকে রুখে দেবেন তাঁরা।তৃনমূল অবশ্য বিজেপি নেতাদের দাবি কে পাগলের প্রলাপ বলে কটাক্ষ করেছে।
এগরা বিধানসভার অন্তর্গত পাঁচরোল পঞ্চায়েতের ২২টা আসন।এর মধ্যে রাজ্যের শাসক দল তৃনমূল দখল করেছে ১১টা আসন।৬টি আসনে জয়ী বিজেপি।চারটি বিজেপি সমর্থিত নির্দল আর ১টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস।
রবিবার বিকালে এলাকায় বিজয় মিছিল করে বিজেপি । পরে বিজেপির ব্লক নেতৃত্বরা জানিয়েছেন এই পঞ্চায়েতে তৃণমূলের যে লুটতরাজ চলতো সেখান থেকে মুক্তি পেতে এলাকার মানুষ বিজেপি সহ বিরোধীদল গুলোকে বেছে নিয়েছে। আগামীদিনে এই এলাকা থেকে তৃণমূল নিশ্চিহ্ন হয়ে যাবে দাবী বিজেপির।
Author: ekhansangbad
Post Views: ৯৭