শিলিগুড়ি বেঙ্গল সাফারী পার্কের রয়েল বেঙ্গল টাইগার কিকা দুটি শাবকের জন্ম দিল। মা হলো কিকা। পার্ক কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে কিকার জন্মদেওয়া দুটি শাবকের মধ্যে একটি মৃত ও একটি শাবক জীবিত রয়েছে। মা ও নবজাতককে কে ২৪ ঘন্টা নজরদারিতে রাখা হয়েছে বলে জানায় পার্ক কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের পক্ষ থেকে আরো জানানো হয় কিকা ও তার শাবকের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল গঠন করা হয়েছে। বর্তমানে দুজনকে নাইট শেল্টারে রাখা হয়েছে।সিসি ক্যামেরার মাধ্যমে তাদের ওপর ২৪ ঘন্টা নজরদাড়ি চলছে। তিনমাস তারা নাইট শেল্টারেই থাকবে।
Author: ekhansangbad
Post Views: ৮৯