এক তৃণমূল কর্মীর বাড়িঘর পুড়িয়ে,তার গায়ে আগুন লাগিয়ে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠলো বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরীর কলমদানে চাঞ্চল্যকর ঘটনায় আতংক ছড়িয়েছে।
যদিও এই ঘটনা একান্তই পারিবারিক ঘটনা বলে বিজেপি দাবি করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
অভিযোগ তৃনমূল কর্মী নরেন্দ্র নাথ মাঝির জমি গায়ের জোরে দখল করার চেষ্টা করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।অভিযোগ ঘটনাটা নজরে আসতেই এই যুবককে মারধর করে গায়ে পেট্রল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করে সেই দুষ্কৃতীরা।আরো অভিযোগ নরেন্দ্র নাথ মাঝি নামের এই যুবকের বাড়িতেও পেট্রল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করা হয়েছে।এই তৃনমূল পরিবারের দাবি স্থানীয় বাসিন্দারা দৌড়ে এসে উদ্ধার কাজে হাত লাগায়।সেই সময় হামলাকারী বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা পালিয়ে যায়।
জানা গেছে এই ঘটনায় তৃনমুল কর্মীর শরীরের অনেকটা অংশ ঝলসে গেছে।তাকে উদ্ধার করে স্থানীয়রা খেজুরির ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে।বাড়ির বহু সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে ।