রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি এবার তার বাবার আসনে বসতে চলেছেন ? কয়েক মাস ধরে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে চলতে থাকা জল্পনার আরো গতি বাড়ালো একটা দেওয়াল লেখন ।
কাঁথি লোকসভা কেন্দ্রে দলের প্রার্থী হিসাবে শুভেন্দু অধিকারীকে চেয়ে দেওয়াল লিখলো এক বিজেপি কর্মী।যা রীতিমত আলোড়ন ফেলেছে জেলা জুড়ে।শুভেন্দু অধিকারী অবশ্য এই কাজের নেপথ্যে শাসকদলের হাত রয়েছে বলে দাবি করেছেন। তৃণমূল অবশ্য সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে।
পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভা এলাকার বাসুদেববেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বড়বড়িয়া গ্রামে কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারী কে ভোট দেওয়ার আবেদন জানিয়ে দেওয়াল লিখন হয়েছে। আগামী ২০২৪ সালে কাঁথি লোকসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে এই দেওয়াল লিখন ।
এই বিষয়ে শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমকে বলেন,এটা তৃণমূলের কাজ। এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।’ শুভেন্দুর আরো দাবি বিধানসভায় আমায় সামলাতে পারছে না। তাই ওরাই আমায় লোকসভায় পাঠাতে চায়।
উল্লেখ্য কাঁথি লোকসভা কেন্দ্র থেকে একটানা তিনবার তৃনমূলের টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী।২০২০ সালের ১৯ ডিসেম্বর শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর তৃনমূলের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে শিশির বাবুর।ফলে তৃনমূল তাঁকে প্রার্থী করার সম্ভাবনা নেই।বয়সজনিত কারণে অসুস্থ শিশির নিজে আর লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, সেটাও নিশ্চিত নয়। তাই শুভেন্দুকে কি কাঁথি কেন্দ্র থেকে প্রার্থী করার কথা ভাবছে বিজেপি এমন একটা প্রচার চলছে পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক মহলে।এই দেওয়াল লেখন সেই চর্চা আরো বাড়াবে নিসন্দেহে