প্রদীপ কুমার সিংহ :- ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভাঙ্গড়ে প্রথম থেকেই অশান্তি লেগেই ছিল। ভোট গণনার দিন রাতে
আইএসএফের জেলা পরিষদ প্রার্থী জাহানারা খাতুন ও তার স্বামী কারিমুল নিখোঁজ ছিল। রবিবার রাতে পুলিশ দিঘা থেকে ফেরার সময় দমদম থানার এয়ারপোর্ট এলাকা থেকে কারিমুল মোল্লাকে গ্রেফতার করেছে। এছাড়াও আসাদুল মোল্লা ও রাহুল মোল্লা নামে আরো দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
ধৃত তিনজনকে বারুইপুর থানায় রাখা হয়। সোমবার সকালে ধৃত তিনজনকে নিজে জেরা করেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার মিস পুস্পা। আলাদা করে কারিমুল কে জিজ্ঞাসাবাদ করে তাঁর স্ত্রী জাহানারা খাতুনের খোঁজ চালাচ্ছে পুলিশ।যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়িয়ে যান পুলিশ সুপার ।
এদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করে পুলিশ। সোমবারেই পুলিশ বারুইপুর মহকুমা আদালতে পেশ করে ধৃত ব্যক্তিদের।
Author: ekhansangbad
Post Views: ১০৩