মালদহের গাজোল ব্লকের ৩ টি জেলা পরিষদ, ৪৫ টি পঞ্চায়েত সমিতি ও প্রায় ৩০০’র বেশি গ্রাম পঞ্চায়েতের গণনা কেন্দ্র হয়েছিল গাজোল হাজি নাকু মহঃ উচ্চ বিদ্যালয়। সে বিদ্যালয়ের একটি রুমে সিল প্যাক করা তিনটি ব্যালট বাক্স উদ্ধার হয়েছে।
মঙ্গলবার সকালে গাজোল থানার পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসনের কর্তারা স্কুলে এসে গেটের তালা খুলে সেই রুমের তালা খুলে বিষয়টি দেখে ব্যালট বাক্স গুলি নিয়ে যাওয়া হয়।
নির্বাচনের গননার পরে ফলাফল ঘোষনা হয়ে গেছে প্রায় এক সপ্তাহ ।তারপরেও গননা কেন্দ্রের ভেতর থেকে সীল করা ব্যালট বাক্স উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
Author: ekhansangbad
Post Views: ১০৮