Select Language

[gtranslate]
৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মুক্তির অপেক্ষায় তমলুকের “শেষ বৃষ্টি”।

স্থানীয় ছেলে মেয়ে ও নাট্যকর্মীদের নিয়ে এবার তমলুকের কিছু যুবক মিলে তৈরি করলো পূর্ণ দৈর্ঘ্যের ছায়াছবি। যার নাম “শেষ বৃষ্টি”। বাবা ছেলের সম্পর্কে কথা এই থ্রিলার মুভিতে তুলে ধরা হয়েছে বলে জানান ছায়াছবি প্রস্তুতকারীরা।


ছবিটি আগামী ২৩ জুলাই তমলুকের সুবর্ণ জয়ন্তী ভবনে মুক্তি পাচ্ছে। মঙ্গলবার তমলুকের শালুক নামক একটি প্রেক্ষাগৃহে সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানানো হয়।

ছায়াছবির পরিচালক রাকেশ ভৌমিক ও প্রোডাকশন ম্যানেজার,লেখক শুভজিৎ সাহু জানান, গ্রাম বাংলার ছেলে মেয়েদের তুলে ধরার লক্ষ্যে আমরা ছায়াছবিটি ২০১৮ সাল থেকে শুরু করি। মাঝে কয়েকটা বছর করোনার কারনে কাজ করা সম্ভব হয়নি। শেষমেশ আগামী ২৩ জুলাই তা মুক্তি পেতে চলেছে।

গ্রামের কয়েকজন ছেলে মিলে ছবিটি বানানো হয়েছে। জেলার মূলত তমলুক, মহিষাদল, মেচেদার বিশেষ বিশেষ জায়গায় ছবিটির শুট হয়েছে। বাবা ছেলের ভালো মন্দ সম্পর্কের কাহিনি এই ছবিতে তুলে ধরা হয়েছে।আশা করছি ছবিটি সব বয়সের মানুষের ভালো লাগবে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read