বাসে করে বেড়াতে এসে এক বন্ধুর সলিল সমাধি হল দিঘার সমুদ্রে । আর এক জনের প্রান বাঁচলো নুলিয়াদের তৎপরতায় ।
মঙ্গলবার হুগলীর তারকেশ্বর থেকে সৈকত শহরে বেড়াতে এসেছিলো দুই বন্ধু অরিন্দম দে(১৯) ও তারকেশ্বর বিশ্বাস ।কলেজ ছাত্র দুই বন্ধু পুরানো দিঘার ব্লুভির ঘাটে স্নান করতে নামে।
জানা গেছে অমাবস্যার কোটাল থাকায় দুজনেই তলিয়ে যায়। স্থানীয় নুলিয়া এবং পুলিশ প্রশাসন তারকেশ্বরকে উদ্ধার করে দিঘা হাসপাতালে পাঠালেও অরিন্দম তলিয়ে যায় ।বুধবার অরিন্দমের মৃতদেহ উদ্ধার হয়েছে। অপরদিকে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎস্যাধীন তারকেশ্বর অনেকটাই সুস্থ। তবে বন্ধুর কথা মনে পড়লেই কান্নাকাটি করছে। দুই ছাত্রের পরিবারের লোকেরাও দিঘায় এসেছেন। তাঁদের মধ্যে শোকের ছায়া
Author: ekhansangbad
Post Views: ১১৩