পাথর বোঝায় ওভারলোডিং ডাম্পার আটকালো স্থানীয় বাসিন্দারা। পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার কৌড়দা পেট্রোল পাম্পের সামনে ওভারলোডিং ডাম্পার আটকে রাখে স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাস্তা বেহাল ।সেখানে ওভার লোডিং ডাম্পার প্রতিদিন যাতায়াত করছে। তাঁরা জানান একটা ডাম্পারে ২৫ টন লোডিং করার কথা সেখানে ৬১ টন ওভার লোডিং করে নিয়ে যাওয়া হচ্ছে।
আন্দোলনকারীরা জানিয়েছেন এই ডাম্পার উড়িষ্যা থেকে আসছে,ষড়রং এ আনলোডিং হওয়ার কথা ।তবে ষড়রং বাসস্ট্যান্ডে ঢোকার আগেই ওভারলোডিং ডাম্পারকে আটকে দিল কৈড়দা বাসস্ট্যান্ডের স্থানীয় বাসিন্দারা। অভিযোগ দিনের পর দিন ওভারলোডিং গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে রাস্তা খারাপ হয়ে যাচ্ছে প্রশাসনকে জানিও কোন সূরাহা হচ্ছে না। প্রশাসন ওভারলোডিং গাড়ির কাছ থেকে টাকা নিয়ে, তার বিনিময়ে ওভারলোডিং গাড়ি ছেড়ে দিচ্ছে।
গ্রামবাসীদের অভিযোগ মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন রাজ্য সড়কের উপর রোভার লোডিং গাড়ি যাওয়া যাবে না । সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কথাকে অমান্য করে দিনের পর দিন চলছে ওভারলোডিং গাড়ি।