Select Language

[gtranslate]
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ হাইকোর্টের ।

শুধুমাত্র আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে উপযুক্ত তথ্যপ্রমাণ থাকলেই তৃনমূলের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে ইডি।বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মৌখিক ভাবে কেন্দ্রীয় সংস্থা ইডিকে এই নির্দেশ দিলেন।

ধর্মতলায় শহিদ মিনারের সভা থেকে অভিষেক দাবি করেছিলেন, হেফাজতে থাকার সময় মদন মিত্র, কুণাল ঘোষকে তাঁর নাম করতে বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।পরে মামলা কলকাতা হাই কোর্টে গেলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর পর্যবেক্ষণে জানান, প্রয়োজনে সিবিআই বা ইডি অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে। সেই একই নির্দেশ বহাল রাখেন হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংং‌হও। তার পরেই অভিষেককে ডেকেছিল সিবিআই।পরে তৃণমূল সাংসদকে তলব করেছিল ইডিও। কিন্তু অভিষেক হাজিরা দেননি।

এরপর সুপ্রীম কোর্ট ঘুরে ফের কলকাতা হাই কোর্টে যান তৃণমূল সাংসদ। বৃহস্পতিবার ওই মামলাতেই অভিষেককে চার দিনের রক্ষাকবচ দিল সর্বোচ্চ আদালত।আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read