Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বারুইপুর সুপার স্পেসালিটি হাসপাতালে আবর্জনার স্তূপে ছড়াচ্ছে দুর্গন্ধ ।

প্রদীপ কুমার সিংহ :- বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের গেটের পাশেই কালো প্যাকেটে আবর্জনার স্তূপ। বহুদিন ধরে এই সমস্যা সমাধান করতে পারিনি স্বাস্থ্য বিভাগ ও পৌরসভা বিভাগ। এর থেকেই তীব্র দুর্গন্ধে নাজেহাল আশপাশের এলাকার বাসিন্দারা থেকে শুরু করে রোগীর পরিবার ।

অভিযোগ, স্থানীয় বারুইপুর পুরসভাকে জানানো হলেও হয়নি কোনও সূরাহা। এই প্রসঙ্গেই হাসপাতালের সুপার ডা: ধীরাজ রায় বলেন, পুরসভাকে এই ব্যাপারে জানানো হয়েছে। তাঁদের গাড়ির কিছু সমস্যা রয়েছে। তবে দ্রুত পরিষ্কারের আশ্বাস মিলেছে। বারুইপুর পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী বলেন, এই আবর্জনা সরানোর দায় হাসপাতালেরই।

বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের গেটে ঢোকার পাশেই পড়ে আছে আবর্জনার স্তূপ। যা কালো প্ল্যাস্টিকে ভরা। কিছু প্ল্যাস্টিক ব্যাগ রাস্তাতেও চলে এসেছে। এত দুর্গন্ধ ভরে গিয়েছে চারদিক, এই নিয়ে হাসপাতাল কতৃপক্ষকেও প্রতিদিন রোগীর পরিবার-পরিজনেরর কাছ থেকে কটু কথা শুনতে হচ্ছে। এই হাসপাতাল সংলগ্ন এলাকা ৪ নম্বর ও ১৫ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে।

স্থানীয় গৃহবধূ সুস্মিতা সেন বলেন, আমাদের বাড়ি হাসপাতালের সামনেই।দুই মাস ধরে কোনও পরিষ্কার করা হচ্ছে না। দুর্গন্ধে আমরা ঘরের জানালা খুলতে পারছি না। ঘরের বয়স্ক অসুস্থ মানুষজন আছেন। তাঁদেরও শরীর খারাপ হয়ে যাচ্ছে। বাড়িতে পোকা মাকড় ভর্তি হয়ে যাচ্ছে। নিয়মিত পরিষ্কার না করার জন্যই এই অবস্থা।

গৃহবধূ বৈশাখী মজুমদার বলেন, খুব সমস্যা হচ্ছে এই আবর্জনা পড়ে থাকায়। কবে যে পরিষ্কার হবে তা কেউ জানে না। পুরসভা থেকে নিয়মিত পরিষ্কার করা হয় না। এতেই রোগ বাড়ছে। এলাকার মানুষ বললে এই সমস্যার সমাধান দ্রুত করতে হবে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read