দীর্ঘ ৪৫ বছর পরে বামেদের হাতছাড়া হল নহরিয়া বুথ।গত ২০১১ সালে রাজ্যের ক্ষমতা থেকে সরে গেছে বামফ্রন্ট।তবে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ ব্লকের নহরিয়া বুথ থেকেছে বামেদের দখলে।এবার পঞ্চায়েত নির্বাচনে সেই আসন হাতছাড়া হল সিপিএমের।
এবারের পঞ্চায়েত নির্বাচনে এই আসনে একদিকে বামফ্রন্টের প্রার্থী ছিল রাজকুমার দাস অপরদিকে তৃণমূলের প্রার্থী ছিল গণপতি সিট ।নির্বাচনী লড়াইতে শেষ হাঁসি হাসেন তৃনমূল প্রার্থী গণপতি সিট
Author: ekhansangbad
Post Views: ৯৮