কাজলা জনকল্যান সমিতির পটাশপুর শাখা অফিসের অপরাজিতা, জবা ও হেনা গুচ্ছ সমিতির উদ্যোগে অরণ্য সপ্তাহে গাছ লাগানের গুরুত্ব নিয়ে আলোচন করা হয়, এবং গাছ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি বিভাগের কর্মাধ্যক্ষ মৃনাল কান্তি দাস, পটাশপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন কুমার সাহু, এগরা বনবিভাগের আধিকারিক দেবাশীষ মাহাতো, কাজলা জনকল্যাণ সমিতির সুপার ভাইজার মঞ্জুশ্রী মাইতি ও একাদশী বাঁকুড়া ও সকাল কর্মী বন্ধু প্রমুখ। গুচ্ছ সমিতির ৩০৭ জন সদস্যাকে পিয়ারা, বেদানা, কলা, পাঞ্জাবী পালং, লংকা ও বেগুন চারা বিতরণ করা হয়।
Author: ekhansangbad
Post Views: ১৭৩