মোরাম রাস্তাটা চলতে চলতে আচমকা একটা ডোবায় গিয়ে শেষ হওয়ায় চমকাতেই হবে পথ চলতিদের। বিশেষ করে এলাকায় যদি কোন নতুন ব্যাক্তি এলাকায় আসেন তো কথাই নেই।রাস্তার মাঝখানে পুকুর সন্দেহে থমকাতেই হবে।কাল্পনিক মনে হলেও বর্ষাকালে পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের রাস্তার এটাই জলছবি।বিশেষ করে ৪নং ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে রাস্তায় জমে থাকা এক হাঁটু জল পেরিয়ে যাতায়াত করতে হয় বাসিন্দাদের।রাস্তার বেহাল দশা নিয়ে বারবার পৌরসভার কাছে দরবার করেও কোন লাভ হয়নি
সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন পৌর প্রধান স্বপন নায়ক।পৌর প্রধান স্বপন নায়ক জানান বৃষ্টি এসেছে বলে কাজ করা যায়নি। টাকা এসেছে কাজ করার জন্য । বৃষ্টি একটু কমলে শুরু হবে । বলেন রাস্তা সাইয়ের পাশাপাশি দুই ধারে গজিয়ে ওঠা জঙ্গল পরিষ্কার করা হবে।
Author: ekhansangbad
Post Views: ৯৫