পুরুলিয়া টামনা থানার ডিগশিলি গ্রামে মদ্যপ পিতার হাতে খুন হল কন্যা সন্তানের। এছাড়াও মর্মান্তিক ঘটনা টি ঘটেছে পুরুলিয়া টামনা থানার ডিগশিলি গ্রামে। ঘটনায় আহত আরও তিন সন্তান গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘটনায় পর থেকে ফেরার অভিযুক্ত পিতা।
প্রভাস মাহাত মদ্যপ অবস্থায় বাড়িতে এলে স্ত্রীর সাথে বচসা শুরু হয় । তার পরেই লোহার রড দিয়ে স্ত্রী ও তিন শিশু কন্যা ও এক শিশু পুত্রকে ব্যপক মারধোর করে। কোনো রকম তার স্ত্রী বাইরে বেরিয়ে চিৎকার করলে গ্রামের মানুষ আক্রন্ত শিশু গুলিকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।
গভীর রাতে চিকিৎসা চলাকালীন মধুমিতা মাহাত( নামে বছর ৭ কন্যা সন্তানের এর মৃত্যু হয়।
আহত বছর আট এর অর্পিতা মাহাত, বছর পাঁচ এর আশা মাহাত ও বছর তিন এর জয়দেব মাহাত কে আশঙ্কা জনক অবস্থায় ঝাড়খন্ড এর রাঁচির হাসপাতালে রেফার করা হয়। ঘটনার পর থেকেই ঘাতক বাবা প্রভাস মাহাত ফেরার।
খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন টামনা থানার পুলিশ।