৪০ রাউন্ড গুলি ব্যাগে ভরে বিক্রী করতে যাওয়ার পথে পুলিশের হাতে ধরা পড়ে গেল দুই বিজেপি নেতা।যদিও ধৃত বিজেপি নেতাদের দাবি ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।
শনিবার রাতে বাইকে চেপে ব্যাগ ভর্তি করে গুলি নিয়ে এসে বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয় অশোকনগর সেনডাঙার বাসিন্দা বিজেপি নেতা বাসুদেব চক্রবর্তী ও বিক্রম ঠাকুর একটি পালসার বাইকে করে প্রায় ৪০ রাউন্ড গুলি নিয়ে গোবরডাঙ্গা থানার প্রতাপনগর এলাকায় আসে। গোপন সূত্রে খবর পেয়ে মসলন্দপুর ফাঁড়ির বড়বাবু রাখ হরি ঘোষের নেতৃত্বে পুলিশ ওই দুজনকে আটক করে এবং অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার করে ৪০ রাউন্ড গুলি। ধৃতদের রবিবার বারাসাত আদালতে পাঠানো হয়।
Author: ekhansangbad
Post Views: ১৬৭