তিন থেকে তেইশ বছর বয়স পর্যন্ত ছাত্র-ছাত্রীদের সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে জাতীয় শিক্ষানীতি ২০২০ তৈরি করা হয়েছে । এক সাংবাদিক বৈঠকে একথা জানান আইআইটি খড়্গপুরের ডিরেক্টর বি. কে তিওয়ারি।
তিনি বলেন, নতুন জাতীয় শিক্ষানীতি অনুযায়ী একজন ছাত্র বা ছাত্রী নিজের ইচ্ছে মতো বিষয় পড়তে পারবে। কারো উপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া হবে না বিজ্ঞান বা প্রযুক্তি বিষয়ে পড়ার সঙ্গে সঙ্গে কলা বিভাগের কোন বিষয়ে বা সঙ্গীতে ছাত্রছাত্রীদের উৎসাহ থাকলে তারা সেই বিষয়েও পড়াশোনা করতে পারবে। এছাড়া নতুন জাতীয় শিক্ষানীতিতে ভোকেশনাল শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে । অনেক চিন্তা ভাবনা করেই এই শিক্ষা নীতি তৈরি করা হয়েছে বলে জানান অধ্যাপক তিওয়ারি।
Author: ekhansangbad
Post Views: ১২২