শিক্ষকের মারে অসুস্থ হয়ে দুই ছাত্রী ভর্তি হল হাসপাতালে।অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেছেন ছাত্রীদের পরিবারের লোকেরা।ঘটনাটা পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার হিরাপুর দশগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের।অসুস্থ দুই ছাত্রীর নাম পাপিয়া রাউল, ও স্নেহা ঘড়াই। দুজনেই এই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।
সোমবার অংকের ক্লাস চলাকালীন ওই স্কুলের অংকের শিক্ষক আদিত্য দাস লোহার স্কেল দিয়ে ওই দুই ছাত্রীকে মারধর করে। তখনই অসুস্থ হয়ে পড়ে দুই ছাত্রী অ্যাম্বুলেন্সে করে দীঘা হাসপাতালে পাঠানো হয়।
মঙ্গলবার সকালে ছাত্রীর বাড়িতে যান রামনগর ১ পঞ্চায়েত সমিতির বিদায়ী শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক। ওই দুই ছাত্রীর চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ তারা স্কুলে যেতে চাইছে না। যদি বা শিক্ষা কর্মাধ্যক্ষ তাদেরকে আশ্বস্ত করেন ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে
গ্রামবাসীরা দাবি ওই শিক্ষক এর নামে এর আগেও বহুবার অভিযোগ উঠেছে। বারবার জানিয়েও কোন লাভ হয়নি । স্থানীয়বগ্রামবাসী ও ছাত্রীদেত পরিবার চাইছেন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি
যদিবা স্কুলের পক্ষ থেকে প্রধান শিক্ষক জানিয়েছেন এরকম কোন ঘটনা ঘটে নি।