Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ইন্ডিয়া ডামা হসপিটালে “স্মাইল প্লীজ” এর অস্ত্র প্রচার শিবির

ইন্ডিয়া ডামা হসপিটালে “স্মাইল প্লীজ” এর অস্ত্র প্রচার শিবির

ইন্দ্রজিৎ আইচ

চিকিৎসা শাস্ত্রে এ এক নতুন উদ্যোগ, যা এর আগে হয়নি। মুথুট পাপাচান ফাউন্ডেশন , ভারতের সুপরিচিত চেরা ঠোঁট, চেরা তালু এই সব নিরাময়ের পরিচর্যাকারি সংস্থা “মিশন স্মাইল” এই প্রথমবার টেকনো ইন্ডিয়া ডামা হসপিটালের সহযোগিতায় কলকাতায় নিয়ে আসছে ” স্মাইল প্লীজ “। সম্পূর্ন বিনামূল্যে চেরা ঠোঁট, চেরা তালু অস্ত্রপ্রচার শিবির। আজ বাইপাস এর কাছে টেকনো ইন্ডিয়া ডামা হসপিটালে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই বিষয়ে টেকনো ইন্ডিয়া ডামা


হসপিটালের মেডিক্যাল ডিরেক্টর
ডা: সৌরভ ঘোষ জানালেন প্রথমবার আমাদের এখানে ৪ থেকে ৭ আগস্ট এই ধরনের
চেরা ঠোঁট, চেরা তালুর অস্ত্র প্রচার শিবির হচ্ছে। এই চিকিৎসার ব্যায়ভার বহন করবে মুথুট পাপাচন ফাউন্ডেশন। মোট ৬০ জনের অস্ত্র প্রচার হবে।



সাংবাদিক সম্মেলনে উপস্থিত টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রধান প্রফেসর মানসী রায় চৌধুরী জানালেন চিকিৎসা ক্ষেত্রে এই উদ্যোগ এই প্রথম।
আমাদের খুব সহযোগিতা করছেন মিশন স্মাইল ও মুথুট ফাউন্ডেশন। বিখ্যাত প্লাস্টিক সার্জেন্ট ডা: মনিষ মুকুল ঘোষ জানালেন জন্মের এক বছরের মধ্যে কারোর এই রকম চেরা ঠোঁট বা চেরা তালুর সমস্যা থাকলে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করিয়ে নিন , কারণ শিশু যত বড় হবেন তার কথা বলার সমস্যা বাড়বে। এই ধরনের সমস্যা বিশেষত গ্রামে গঞ্জে বেশি দেখা যায়।

বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, মালদা, কৃষ্ণনগর এ বেশি দেখা যায়।

তিনি আরো বলেন কোনো মহিলার কম বয়সে বিয়ে হলে , কারণ সেই মহিলা খুব কম বয়সে মা হন সে ক্ষেত্রে পুষ্টিকর খাবার পায়না,
তার জন্যে তার বাচ্চার এই ধরনের রোগ হতেই পারে।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুথুট ফাউন্ডেশন এর পক্ষে আনন্দ কুমার ভগৎ এবং
মিশন স্মাইল এর কর্ণধার কনরাড জি ডেনিস।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read