মণিপুর থেকে মালদা নারীনির্যাতনের বিচার চাই,দেশজুড়ে আদিবাসী দলিতদের উপর লাগাতার নৃশংস আক্রমন,পঞ্চায়েত নির্বাচনে বামপন্থীদের উপর লাগাতার আক্রমনের প্রতিবাদে মঙ্গলবার সিপিআইএম ময়না এরিয়া কমিটির পক্ষ থেকে ময়না বাজারে বিক্ষোভ মিছিল সংগঠিত হল
এছাড়াও রামনগর,বালিসাই পটাশপুর ও প্রতাপদিঘী এরিয়া কমিটির উদ্যোগে ধিক্কার মিছিল ও পথ অবরোধ করব হয়।
Author: ekhansangbad
Post Views: ১৫৯