আগামী লোকসভা নির্বাচনের জন্যে ভোটার তালিকা সংশোধন করার কাজ সারা রাজ্য জুড়ে ১লা নভেম্বর থেকে শুরু হবে । বি এল আরও বসবে প্রত্যেকটি বুথে বুথে ।
তার আগে বিভিন্ন পর্যায়ে সুপারভাইজার,বিডিও এবং বিডিও অফিসের আধিকারিকদের হাতেনাতে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হল। হলদিয়া মহকুমার এলাকায় ভোটার তালিকার সঙ্গে যুক্ত কর্মীদের নিয়ে হলদিয়া প্রেস কর্নারে আলোচনা শিবির অনুষ্ঠিত হয়।
ভোটার তালিকা সংশোধনের বিষয় কাজ শুরুর কথা জানালেন হলদিয়া মহকুমার শাসক সুপ্রভাত চ্যাটার্জী।
Author: ekhansangbad
Post Views: ১১০