মনিপুরে আদিবাসী মহিলাদের উপরে লাগাতার অত্যাচার চলছে । এর প্রতিবাদে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি সাংসদ দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও করলো আদিবাসী মহিলারা ।
মণিপুরে ক্ষমতাসীন দল বিজেপি । কেন্দ্র ও রাজ্য দুই বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দিল আদিবাসী সংগঠন ভারত জগৎ মাঝি পরগনা মহল ।
বুধবার ভারত জগৎ মাঝি পরগনা মহল পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে দিলীপ ঘোষের বাংলো ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে । শুধু বিক্ষোভ নয় জোর করে গেট ভেঙ্গে ভেতরে ঢুকে পডড়ে ভরত জগৎ মাঝি পারোনা মহলের কর্মী-সমর্থকেরা। ভিতরেই চলল আন্দোলন । কার্যত পুলিশকে ধাক্কা মেরেই গেট ভেঙ্গে ঢুকে পড়ল ভারত তারা দিলীপ ঘোষের বাংলার সীমানার মধ্যে।
Author: ekhansangbad
Post Views: ১৪৯