বর্তমান সময়ে সারা পৃথিবীর কাছে সবচেয়ে বড় সমস্যা দূষন।আর সেই দূষনের অন্যতম শব্দ দূষন।উৎসবে-আনন্দে-উদযাপন অনুষ্ঠানের দিন গুলোতে উচ্চস্বরে মাইক বাজিয়ে দিনটিকে পালন করার মধ্যদিয়ে অনাবিল সুখ অনুভব করেন কেউ কেউ।আর তাদের এই সুখ পুরো সমাজের জন্যে বয়ে আনে মারাত্মক অভিশাপ।শব্দ দূষনের কবলে পড়ে পরিবেশ।মহরমের অনুষ্ঠান থেকে এবার সেই ব্যাধির বিরুদ্ধে আওয়াজ তুললো ছোট দারুয়া সাবেক বস্তি।
আগামী ২৯ জুলাই,শনিবার মুসলিম সম্প্রদায়ের মানুষদের পবিত্র মহরম।সেই উপোলক্ষ্যে সাত দিন ধরে প্রথা মেনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।বুধবার রাত্রে ছোট দারুয়া সাবেক বস্তিতে ছিলো লাঠি খেলা প্রদর্শন।বিশিষ্টদের মধ্যে ছিলেন পটাশপুরের বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক।অনুষ্ঠানকে ঘিরে উৎসাহ উদ্দীপনা ছিলো চোখে পড়ার মত।
প্রথা মেনে এদিন লাঠি খেলার আয়োজন করলেও ছিলো বক্সের দাপাদাপি।আয়োজকেরা জানিয়েছেন পরিবেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আর বক্সের ব্যাবস্থা করা হয়নি।ঢাক-ঢোল বাজিয়ে শব্দ দূষন নিয়ন্ত্রন করে লাঠি খেলার আয়োজন করা হয়েছিলো।অনেক রাত্রি অবধি চলে লাঠি খেলার প্রদর্শন।