Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চিকিৎস্যায় গাফিলতির জেরে মৃত্যু সদ্যজাতের:উত্তেজনা ।

চিকিৎস্যায় গাফিলতির জেরে এক সদ্যজাত সন্তানের মৃত্যু হয়েছে,এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো মৃত শিশুর পরিবারের লোকেরা।ঘটনাটিকে ঘিরে উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে।

জানা গেছে পাঁশকুড়া ব্লকের
চৈতন্যপুর ১ গ্রাম পঞ্চায়েতের
নরভেদীচক এলাকার বাসিন্দা
প্রশান্ত মান্নার স্ত্রী নন্দিতা মান্না মঙ্গলবার বিকেলে
প্রসব যন্ত্রণা নিয়ে পাঁশকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়। বুধবার রাত্রি আটটা নাগাদ
প্রসব যন্ত্রণা শুরু হলে ওটি রুমে নিয়ে যাওয়ার পর
ডেলিভারির সময় চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলল রোগীর পরিবারের লোকজন।রোগীর পরিবারের দাবি চিকিৎসক থাকা সত্ত্বেও
নার্স দিয়ে ডেলিভারির সময় গাফিলতির ফলে
সদ্যজাত শিশুর মৃত্যু হয়।

তবে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ সুত্রে খবর,নন্দিতা মান্না নামে ওই গর্ভবতী মহিলার বাচ্চার কন্ডিশন
খুব একটা ভালো ছিল না,সেটা আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল, ডেলিভারির পরে
সদ্যোজাত শিশুটির হার্ট বিট কম ছিল,আমাদের হাসপাতালে চিকিৎসকরা প্রায় আধা ঘন্টা ধরে চেষ্টা করেছিল, কিন্তু হয়নি,এই ঘটনায় আমরা শোকাহত।

এই ঘটনায় রোগীর পরিবার ক্ষোভ প্রকাশ করস্র জেরে উত্তেজনা ছড়ায়।তবে হাসপাতাল কর্তৃপক্ষই পরিস্থিতি সামলে নেয়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read