জমা জলে ডেঙ্গু মশা ডিম পারে,তাই জমা জল পরিষ্কার করতে বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।ডানকুনিতে একাধিক ওয়ার্ডে জল জমে থাকায় ডেঙ্গুর আতুরঘরে পরিনত হয়েছে।ইতিমধ্যেই ডানকুনিতে ডেঙ্গু আক্রান্তের খোঁজ মিলেছে।তাই ভয়ে দিন কাটছে বাসিন্দাদের।
ডানকুনি পুরসভার পুর প্রধান হাসিনা শবনম জানিয়েছেন মানুষকে সচেতন করা হচ্ছে জল জমিয়ে না রাখতে।কিন্তু রাস্তায় পাড়ায় মহল্লায় জমা জলের কি হবে, সেবিষয়ে পুরসভার করণীয় কি তা স্পস্ট করতে পারেননি তিনি।
ডানকুনিতে জাতীয় সড়ক সম্প্রসারনের কাজ চলছে।যে কারনে নিকাশি বন্ধ হয়ে গেছে।যার ফলে জল দাঁড়িয়ে থাকছে দাবী পুরসভার।যদিও বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই এই অবস্থা ডানকুনির ১৩ নম্বর ওয়ার্ডের সুভাষ পল্লী ,সারদা পল্লী সহ বেশ কিছু এলাকার।একটু বৃষ্টিতে জল জমে আর নিকাশি না থাকায় সেই জল সরে না।আর জমা জলে ডেঙ্গুর চাষ হয়। দক্ষিণ সুভাষ পল্লী এলাকার ঢোকার মুখে রাস্তার মধ্যে জমে রয়েছে জল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ জল পেরিয়েই যাতায়াত করতে হয়। এই ওয়ার্ডেই রয়েছে একটি প্রাথমিক স্কুল। স্কুলের পাশেই রাস্তায় জমে রয়েছে জল । স্কুলের শিক্ষিকাদের অভিযোগ অতিরিক্ত বৃষ্টি হলে স্কুল বন্ধ করে দিতে হয় কারন ছাত্র ছাত্রীরা স্কুলে আসতে পারে না৷ এলাকার মানুষের অভিযোগ বারংবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। তাদের দাবি, দীর্ঘদিন ধরে রাস্তার উপর জমা জল নিকাশির ব্যবস্থা করুক পৌরসভা। পাশাপাশি বিজেপির অভিযোগ পৌরসভার গাফিলতির কারণেই সমস্যায় পরছে এলাকার মানুষ।
তবে
পুর প্রধানের দাবী জাতীয় সড়কে কাজ চলায় ডানকুনির বেশ কয়েকটি এলাকার নিকাশি বন্ধ হয়ে গেছে।রাস্তা উঁচু হয়ে যাওয়ায় নিকাশি ড্রেন গুলো নীচু হয়ে পরে ফলে জল নিকাশিতে সমস্যা হচ্ছে।এবিষয়ে দপ্তরের মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।জাতীয় সড়ক কর্তৃপক্ষকেও বলা হয়েছে নিকাশি ব্যবস্থা চালু করার জন্য।