বাইকের গ্যারাজে চুরি করতে এসে ধরা পড়ল এক চোর। রামনগর থানার ফতেপুরের ঘটনা। বৃহস্পতিবার শেষরাতে একদল চোর হানা দেয় ফতেপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শ্রেয়া অটো মোবাইলে। দোকানের তালা ভেঙে ভেতরে ঢোকে চোরের দল।
নগদ টাকা ও বেশ কিছু দামি যন্ত্রপাতি হাতিয়ে চম্পট দেয় কয়েকজন। স্থানীয়রা চলে এলে ধরা পড়ে যায় এক চোর। তাকে বেঁধে ফেলেন এলাকার মানুষ।
শুক্রবার অভিযুক্তকে রামনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া।গ্যারেজ মালিক অন্বেষণ পন্ডার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
Author: ekhansangbad
Post Views: ১২৭