প্রদীপ কুমার সিংহ :- বারুইপুরের মল্লিকপুর আকনায় প্লাস্টিক কারখানা বিধ্বংসী আগুনে পুড়ে ছাই, ঘটনাস্থলে বারুইপুর ও পাটুলি থেকে দমকলের ৬ টি ইঞ্জিন গিয়েছে, আগুন এখনো নিয়ন্ত্রণ করা যায়নি, যদিও এই অগ্নিকান্ডে হতাহতের খবর নেই
শ্রমিকরা কেউ কারখানায় ছিল না, সবাই সন্ধ্যাতে কাজ করে বেরিয়ে যায়, আগুনের লেলিহান শিখা আসপাশের এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে, এই কারখানার পাশেই বারুইপুর পলিটেকনিক কলেজ,এলাকার মানুষজনের মধ্যে ছোটাছুটি পড়ে যায়, আগুন নেভাতে বাসিন্দারাই ঝাঁপিয়ে পড়েন, বারুইপুর থানার আই সি, বারুইপুর এস ডি পিও এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনা স্থলে যায়.
প্রায় ১৬ ঘণ্টা ও অতিবাহিত হয়ে যাওয়ার পরও এখনো আগুন জ্বলছে বারুইপুর প্লাস্টিক ব্যাগ তৈরি কারখানায়।
আগুন নিয়ন্ত্রনে না আসায় দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গা থেকে ১৫ টি ইঞ্জিন কাজ করছে। এখনো পাঁচটি পকেট ফায়ার আছে বলে জানিয়েছেন দমকল বাহিনীর আধিকারিক এবং সারাদিন লেগে যেতে পারে আগুন নেভাতে।