কাজলা জনকল্যাণ সমিতির উদ্যোগে ও আজিম প্রেমজি ফাউন্ডেশনের সহযোগিতায় কাঁথি ৩নং ব্লকের ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েতে বিশ্ব মানব পাচার বিরোধী দিবস নানান কর্মসূচির মাধ্যমে পালিত হলো।
গ্রামেগঞ্জে অল্প বয়সী মেয়েরা অসাধু ব্যাক্তিদের প্রলোভন পড়ে অনেকে পালিয়ে যাচ্ছে। মানব পাচারের খারাপ প্রভাব সম্পর্কে জনসাধারণ ও অল্প বয়সীদের সচেতনতা বাড়ানোর জন্য কাজলা জনকল্যাণ সমিতির উদ্যোগে গ্রামে গ্রামে “টকিং ডল শো”, কিশোর কিশোরীদের নিয়ে প্রচার অভিযান ও ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
কাজলা জনকল্যাণ সমিতির জেলা সঞ্চালক বিবেকানন্দ সাহু বলেন এলাকায় নিয়মিতভাবে বাল্যবিবাহের নামে পাচারের ঘটনা ঘটছে। এই সামাজিক ব্যাধিকে নির্মূল করার জন্য পাড়ায় পাড়ায় প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং গ্রামবাসী ও ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ট সাড়া পড়েছে।
Author: ekhansangbad
Post Views: ৯৭