Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পথ নিরাপত্তায় নতুন ট্রাফিক অফিস নন্দকুমারে ।

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মেচেদা জাতীয় সড়কের মধ্যে অন্যতম ব্যাস্ত রাস্তা নন্দকুমার চৌরাস্তার মোড়। রাজ্যের অন্যতম সৈকত শহর দিঘা হোক কিংবা শিল্প শহর হলদিয়ায় যেতে হলে নন্দকুমারের উপর দিয়ে যাওয়া এই জাতীয় সড়কের উপর দিয়েই যেতে হয়।

মেচেদা থেকে হলদিয়া ১১৬ নম্বর জাতীয় সড়ক আবার দিঘা যেতে হলে নন্দকুমার থেকে ১১৬ বি জাতীয় সড়ক ধরে যেতে হয়। ফলে প্রতিনিয় হাজার হাজার গাড়ি যাতায়াত করে থাকে। প্রায়শই নন্দকুমার চৌরাস্তায় যানজট সৃষ্টি হয়। সেই যানজট সরিয়ে যাতে সুন্দর পরিষেবা প্রদান করা যায় তার জন্য পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে নন্দকুমারে ট্রাফিকের নতুন অফিস খোলা হয়েছে।

সোমবার সেই অফিসের উদ্বোধন ঘটে হল। নন্দকুমার থানার ক্যাম্পাসে তৈরি হলো এই ট্রাফিক অফিসের। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা এসপি অমরনাথ কে। ট্রাফিক ডিএসপি পবিত্র কুমার বারিক, নন্দকুমার ট্রাফিক এএসআই গোপালচন্দ্র মাইতি। এস ডি পি ও সাকিব আহমেদ।

আগামীদিনে যাতে ট্রাফিক সমস্যা দূর করা যায় সেদিকে বিশেষ নজর থাকবে বলে জানান পুলিশ কর্তারা। পাশাপাশি এই দিন নন্দকুমার থানার ঠেকুয়াচক এলাকায় ঠেকুয়াচক পুলিশ ক্যাম্পের উদ্বোধন হয়। এখান থেকে থানার দূরত্ব বেশ অনেকটা হওয়ার কারণেই তিনটি গ্রামের মানুষজনদের সুবিধা দিতে এই ক্যাম্প তৈরি করা হয়েছে এমনটাই জানান পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপার অমরনাথ কে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read